মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ

বণিক বার্তা প্রতিনিধি, মৌলভীবাজার

চা শ্রমিকদের মুল্লুক চল বা দেশে চল আন্দোলনের ১০১ বছর উপলক্ষে এবং ন্যূনতম দৈনিক মজুরি ৫০০ টাকা, ভূমি অধিকারসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন চা বাগানের হাজারো চা শ্রমিক অংশ নেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে গতকাল দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র্রে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুত্ফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। প্রধান বক্তা ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুব আলম, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লা ক্বাফী রতন, সাবেক ছাত্রনেতা এসএম শুভসহ বিভিন্ন জেলার নেতারা।

সময় বক্তারা বলেন, মুল্লুক চল আন্দোলন চা জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অধ্যায়। হাজারো শ্রমিকের রক্তে রঞ্জিত দিনকে চা শ্রমিক দিবস হিসেবে সরকারি স্বীকৃতি, চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৫০০ টাকা ভূমি অধিকারসহ ১০ দফা দাবি জানান তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

এর আগে লাল পতাকার একটি মিছিল বের হয় শহরে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন