আরো তিন দেশে মাঙ্কিপক্স শনাক্ত

বণিক বার্তা অনলাইন

বিশ্বের নতুন আরো তিনটি দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশগুলো হলো ইসরায়েল, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া। এ নিয়ে মোট ১৫টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগি শনাক্ত হলো। খবর বিবিসি।

ইসরায়েল ও সুইজারল্যান্ডে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে একজন করে পাওয়া গেছে যারা সম্প্রতি বিদেশ ভ্রমণ করেছেন। পুরো ঘটনার তদন্ত করে দেখছে দেশদুটি। এ পর্যন্ত ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ৮০টির বেশি আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে।

চিকিৎসকরা বলছেন, এ রোগটি সহজে ছড়ায় না। সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে এটি ছড়াতে পারে। এছাড়া এর উপসর্গগুলোও বেশ মৃদু। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। হঠাৎ করে রোগটির প্রাদুর্ভাব দেখা দেয়ায় আশ্চর্য হয়েছেন বিজ্ঞানীরা। তবে আশার কথা হলো, এ রোগে আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠছেন। এ রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, অতিরিক্ত ঘাম হওয়া, মাংসপেশিতে টান ও অবসাদগ্রস্ত হয়ে পড়া। জ্বর কমে যাওয়ার পর শরীরজুড়ে বসন্তের মতো ফুসকুড়ি দেখা দেয়। ধীরে ধীরে যা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। 

শুরুতে যুক্তরাজ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। এরপর ইউরোপের বিভিন্ন দেশে এটি শনাক্ত হতে শুরু করে। এরই মধ্যে স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ড, ইতালি ও সুইডেন সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছে। 

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির প্রধান চিকিৎসা উপদেষ্টা ডা. সুশান হপকিন্স বলেন, ভাইরাসটি এখন কমিউনিটি বা সামাজিক সংক্রমণ ঘটাচ্ছে। কারণ এমন কিছু সংক্রমণের কথা জানা গেছে যারা পশ্চিম আফ্রিকা সফর করেছেন এমন কারো সংস্পর্শে যাননি। অর্থাৎ তারা দেশের ভেতরেই সংক্রমণের শিকার হয়েছেন।

এখন পর্যন্ত মাঙ্কিপক্স প্রতিরোধী কোনো টিকা বিশ্বে নেই। তবে অনেক দেশই জানিয়েছে যে তারা স্মলপক্স বা গুটিবসন্তের টিকা সংগ্রহ করছেন। প্রায় একই ধরনের ভাইরাস হওয়ার কারণে এ টিকা মাঙ্কিপক্সের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন