রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি

যুদ্ধবিরতির আহ্বান পশ্চিমের, ইউক্রেনের প্রত্যাখ্যান

বণিক বার্তা অনলাইন

ইউক্রেনকে দ্রুত রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো। তবে তাদের এ আহ্বান প্রত্যাখ্যান করে দেশটি বলছে, ভূখণ্ড ছাড়ের বিনিময়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে যাবে না ইউক্রেন। এ বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডালিয়াক। খবর বিবিসি।

গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাহি ইউক্রেনকে দ্রুত রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছে। সে চুক্তির আওতায় ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ সেনাদের দখল করা এলাকাগুলো ছেড়ে দেয়ার কথা বলা হয়েছে। তবে মস্কোর কাছে কোনো ভূখণ্ড ছেড়ে দেয়ার বিনিময়ে যুদ্ধবিরতিতে যাবে না বলে জানালেন মিখাইলো পোডালিয়াক। জেলেনস্কির উপদেষ্টার এমন মন্তব্যে মস্কোর পক্ষে থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে নেমেছে রুশ বাহিনী। সংকট সমাধানে প্রথমদিকে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বেলারুশ এবং তুরস্কে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো ফলাফল আসেনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন