লেন‌দেনের শুরু‌তেই পুঁজিবাজারে অস্থিরতা

‌নিজস্ব প্রতি‌বেদক

দেশের পুঁজিবাজারে আজ লেন‌দেনের শুরু‌তেই অস্থিরতা প‌রিল‌ক্ষিত হ‌চ্ছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সা‌র্বিক সূচক ডিএসইএক্স ৮৫ প‌য়েন্ট হা‌রি‌য়ে‌ছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, আজ সকাল ১০টায় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হ‌লেও কিছুক্ষণ পর থে‌কেই শেয়ার বি‌ক্রির চা‌পে প‌য়েন্ট হারা‌তে থা‌কে সূচক। বেলা ১২টা পর্যন্ত আগের দি‌নের তুলনায় ৮৫ প‌য়েন্ট ক‌মে ৬ হাজার ১৭৪ পয়েন্টে দাঁ‌ড়ি‌য়েছে ডিএসইএক্স।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১২ টা পর্যন্ত ২৫ প‌য়েন্ট কমে ২ হাজার ২৯২ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১৬ প‌য়েন্ট ক‌মে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৩২২টির আর অপরিবর্তিত ছিল ২০টির বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২৩১ কো‌টি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন