বিরামপুরে স্কুলে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত যুবকের কারাদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দিনাজপুরের বিরামপুরে ক্লাসরুমে গিয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আরিফ হোসেন (১৯) নামের এক যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন বিরামপুর পৌরশহরের ইসলামপাড়া মহল্লার আমিনুর রহমানের ছেলে।

বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরমান হোসেন জানান, বিরামপুর পাইলট স্কুলে ছাত্রীদের ক্লাসরুম আলাদা। বেলা ১১টার দিকে বখাটে আরিফ ছাত্রীদের ক্লাসরুমে যায়। সময় ছাত্রীরা আরিফের কাছে তাদের ক্লাসরুমে ঢোকার কারণ জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ চাকু বের করে ছাত্রীদের ভয়ভীতি দেখায়। সময় ছাত্রীরা ভয়ে চিত্কার দিলে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা এসে আরিফকে আটক করে বিদ্যালয়ের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজুকে জানান।

বিদ্যালয়ের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু জানান, খবর পেয়ে তিনি তাত্ক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে স্কুলে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার জানান, স্কুলে গিয়ে ছাত্রী-শিক্ষকদের কাছ থেকে ঘটনার বিস্তারিতে শুনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরিফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন