বাংলাদেশে প্রথম পেশাদার বক্সিং টুর্নামেন্ট অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে প্রথমবারের মতো পেশাদার আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। সুরা কৃষ্ণ চাকমা মোহাম্মদ আলামিন বাংলাদেশের প্রথম পেশাদার বক্সিং টুর্নামেন্টকে স্মরণীয় করে রেখেছেন নিজ নিজ লড়াইয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে।

ত্রিদেশীয় প্রো-বক্সিং টুর্নামেন্ট এক্সসেল প্রেজেন্টস সাউথ এশিয়ান প্রো বক্সিং ফাইট নাইটদ্য আলটিমেট গ্লোরি বৃহস্পতিবার ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ত্রিদেশীয় টুর্নামেন্টটি বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল কর্তৃক অনুমোদিত এবং ভারতীয় বক্সিং কাউন্সিলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রাতে মোট সাতটি লড়াই অনুষ্ঠিত হয়, যার মধ্যে তিনটি ম্যাচ বাংলাদেশ, ভারত নেপালের পেশাদার বক্সারদের মধ্যে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা লাইটওয়েট বিভাগে নেপালের লাইটওয়েট চ্যাম্পিয়ন মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে আন্তর্জাতিক বক্সিংয়ে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন। মোহাম্মদ আলামিন ওয়েল্টারওয়েট বিভাগে নেপালের বক্সার ভরত চাঁদের বিরুদ্ধে জয়লাভ করেন। ভারতীয় জাতীয় চ্যাম্পিয়ন হর্ষ গিল বাংলাদেশের বক্সার হেরা মিয়াকে নকআউট পাঞ্চের মাধ্যমে পরাজিত করে ক্রুজারওয়েটের লড়াইটি মাত্র তিন রাউন্ডে শেষ করেন।

বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন, ভারতীয় বক্সিং কাউন্সিলের সভাপতি ব্রিগেডিয়ার পিকেএম রাজা এবং নেপাল প্রফেশনাল বক্সিং কমিশনের সভাপতি ম্যাক্স মনোহর বাসনেট সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন