প্রথম প্রান্তিক ২০২২

উত্তর আমেরিকায় স্মার্টফোন বিক্রি বেড়েছে ৩.৭%

বণিক বার্তা ডেস্ক

উত্তর আমেরিকায় অ্যাপলের আইফোন বিক্রি বেড়েছে প্রায় ২০ শতাংশ। ব্রাজিলের একটি অ্যাপল স্টোর ছবি: অ্যাপল ইনসাইডার

চলতি বছরের প্রথম প্রান্তিকে উত্তর আমেরিকায় স্মার্টফোন বিক্রি হয়েছে কোটি ৯০ লাখ ইউনিট। গত বছরের একই সময়ের কোটি ৭৬ লাখ ইউনিটের চেয়ে যা বেড়েছে দশমিক শতাংশ। অ্যাপলের আইফোন বিক্রি বেড়েছে ১৯ শতাংশ। এতে কুপারটিনোভিত্তিক কোম্পানিটির বাজার হিস্যা দাঁড়িয়েছে ৫১ শতাংশ।

প্রযুক্তি বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যাপলের আইফোন বিক্রি হয়েছে কোটি ইউনিট। গত বছরের একই প্রান্তিকে যেখানে বিক্রি হয়েছিল কোটি ৭০ লাখ ইউনিট। সবসময়ই অ্যাপলের শীর্ষ বাজার ছিল উত্তর আমেরিকা। গত বছরের একই প্রান্তিকে যেখানে তাদের বাজার হিস্যা ছিল ৪৭ শতাংশ এবার আইফোন ১৩তে ভর করে তা ৫১ শতাংশে দাঁড়িয়েছে।

প্রথম প্রান্তিকে কোটি লাখ ইউনিট হ্যান্ডসেট বিক্রি করে দ্বিতীয় স্থান স্যামসাং ইলেকট্রনিকসের। নতুন এস সিরিজ সিরিজের স্মার্টফোনের চাঙ্গা বিক্রিতে স্যামসাংয়ের বাজার হিস্যা শতাংশ বেড়ে ২৭ শতাংশে দাঁড়িয়েছে। ৪০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লেনোভো। চতুর্থ পঞ্চম স্থানে রয়েছে টিসিএল গুগল। জানুয়ারি-মার্চ প্রান্তিকে টিসিএলের স্মার্টফোন বিক্রি হয়েছে ১৪ লাখ। তাদের বাজার হিস্যা দাঁড়িয়েছে শতাংশে। গত বছরের একই প্রান্তিকের ১৭ লাখ ইউনিটের চেয়ে বিক্রি ২১ শতাংশ কমেছে টিসিএলের।

ক্যানালিসের বিশ্লেষক ব্রায়ান লিঞ্চ বলেন, অ্যাপলের শক্তিশালী প্রবৃদ্ধির ওপর ভর করে উত্তর আমেরিকার স্মার্টফোন বাজার সম্প্রসারিত হয়েছে। এছাড়া আইফোন এসই উন্মোচনও উত্তর আমেরিকায় বাজার সম্প্রসারণে ভূমিকা রেখেছে। সাশ্রয়ী এডিশনের মাধ্যমে যারা আইফোন ১৩ কিনতে পারেনি তাদের আইফোন কেনার ইচ্ছা পূরণ হয়েছে।

এলজির অনুপস্থিতিতে উত্তর আমেরিকায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে মটোরোলা। এদিকে যুক্তরাজ্যসহ উত্তর আমেরিকায়ও শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডে জায়গা করে নিয়েছে গুগল। চলতি বছরের প্রথম প্রান্তিকে গুগলের স্মার্টফোন বিক্রি হয়েছে ১২ লাখ ইউনিট, যা আগের বছরের একই প্রান্তিকের লাখ ইউনিটের চেয়ে ৩৮০ শতাংশ বেড়েছে।

পিক্সেল সিরিজের মাধ্যমে উত্তর আমেরিকায় গুগলের বাজার হিস্যা বেড়ে শতাংশে দাঁড়িয়েছে। চলতি বছরের বাকি অংশেও গুগলের সফলতা অব্যাহত থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিগগিরই পিক্সেল সিরিজের পাশাপাশি সাশ্রয়ী পিক্সেল ৬এ, পিক্সেল ওয়াচ পিক্সেল বাডস আনবে গুগল।

শীর্ষ পাঁচ ব্র্যান্ডের বাইরে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি কমেছে। প্রথম প্রান্তিকে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি হয়েছে ২১ লাখ ইউনিট, যা গত বছরের একই প্রান্তিকের ৫৮ লাখ ইউনিটের চেয়ে ৬৪ শতাংশ কমেছে।

বিশ্বের অন্যান্য প্রান্তের মতো উত্তর আমেরিকায়ও ঝুঁকি হিসেবে হাজির রয়েছে উচ্চ মূল্যস্ফীতি। এছাড়া সামনের প্রান্তিকগুলোয় সরবরাহ চেইন সংকট মাথাব্যথার কারণ হিসেবে থাকবে। স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো উত্তর আমেরিকার বাজারে বিশেষ জোর দেয়ার কারণে তা বড় কোনো সমস্যা তৈরি করবে না বলে মনে করেন কিছু বিশ্লেষক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন