সাইবার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে রেকর্ড উচ্চতায়

নিজস্ব প্রতিবেদক

গত এক বছরে সাইবার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে রেকর্ড উচ্চতায় দাঁড়িয়েছে। বেশ কয়েকটি বড় সাইবার হামলার ঘটনায় খাতে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় তথ্য উঠে এসেছে। খবর টেকরাডার।

ফিচ রেটিংসের বিশ্লেষকদের সংগৃহীত উপাত্তে দেখা গেছে, একক সাইবার ইন্স্যুরেন্স কভারেজের পরিমাণ ৯২ শতাংশ বেড়ে ৩১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। সাইবার হামলার পরিমাণ বৃদ্ধিতে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের সংখ্যা বেড়েছে বলে দাবি ফিচের। ফিচ রেটিংসের বরাতে জানা গেছে, গত তিন বছরে সাইবার বীমার দাবির পরিমাণ ১০০ শতাংশ বেড়েছে। ২০২১ সালে হাজার ১০০টি বীমা দাবি পরিশোধ করেছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, যা বছরওয়ারি ২০০ শতাংশ বেড়েছে। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সাইবার ইন্স্যুরেন্সের পরিমাণ ২০২১ সালে ৭৪ শতাংশ বেড়ে প্রায় ৫০০ কোটি ডলার ছুঁয়েছে।

দ্রুত সম্প্রসারমাণ বাজারটির নিয়ন্ত্রণ এখনো কয়েকটি বীমা কোম্পানির হাতে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বাজারে খাতের ৫৭ শতাংশ বীমার নিয়ন্ত্রণ ছিল শীর্ষ ১০ ইন্স্যুরেন্স কোম্পানির হাতে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন