ভূমিধস ও বন্যায় ভারতের তিন রাজ্যে ২৫ জনের মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

বন্যা ভূমিধসে ভারতের উত্তর-পূর্বে অবস্থিত তিনটি রাজ্যে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম। খবর দ্য হিন্দু।

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) তথ্য বলছে, গত শুক্রবার দুই শিশুসহ মোট চারজন বন্যায় ডুবে মারা গেছে। পরে মৃত্যু সংখ্যা আরো বেড়ে নয়জনে পৌঁছার তথ্য মিলেছে।

এদিকে ১৪ মে থেকে সিরিজ ভূমিধসের ঘটনা ঘটে ভারতে। সম্প্রতি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে ভূমিধসের ঘটনায় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিয়ে শহরটিতে ভূমিধসে মোট মৃত্যুর সংখ্যা আটে পৌঁছেছে। বিষয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অরক্ষিত এলাকা থেকে সাধারণ মানুষদের সরে পড়ার নির্দেশ দেন। এর আগে আকস্মিক বন্যা ভূমিধসে মেঘালয়ে তিনজনের প্রাণহানি হয়।

এএসডিএমএর এক মুখপাত্র জানান, ২৯টি বন্যাকবলিত জেলাজুড়ে প্রায় লাখ ১২ হাজার মানুষ আক্রান্ত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন