উত্তর কোরিয়ায় নতুন করে জ্বরে আক্রান্ত ২ লাখ মানুষ

বণিক বার্তা ডেস্ক

উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে। নিয়ে শনিবার টানা পঞ্চম দিনে দুই লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। কারণ দেশটি কভিড-১৯ প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছে। খবর রয়টার্স।

গত সপ্তাহে প্রথম কভিড-১৯ প্রাদুর্ভাব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উত্তর কোরিয়া। আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে কভিড-১৯ প্রতিরোধী টিকার অভাব, অপর্যাপ্ত চিকিৎসা অবকাঠামো এবং একটি সম্ভাব্য খাদ্য সংকট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেও দেশটি বিদেশী সহায়তা প্রত্যাখ্যান করেছে এবং সীমান্ত বন্ধ রেখেছে।

সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত লাখ ১৯ হাজার ৩০ জন নতুন করে জ্বরের উপসর্গ দেখা দেয়ার কথা জানিয়েছেন। নিয়ে পাঁচদিনে মোট জ্বরে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৬০ হাজার ৬৪০- উন্নীত হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬। তবে কতজন কভিড-১৯ পজিটিভ শনাক্ত করা হয়েছে তা জানায়নি দেশটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন