অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি আলবানিজ

বণিক বার্তা অনলাইন

অ্যান্থনি আলবানিজ। ছবি : রয়টার্স

স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্থনি আলবানিজ। আজ শনিবারের নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের আগেই পরাজয় মেনে নিয়েছেন স্কট মরিসন। একই সঙ্গে আলবানিজকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।

আলবানিজের দল লেবারের একক দল হিসেবে ক্ষমতায় যেতে প্রয়োজন নিম্নকক্ষের ১৫১টির মধ্যে ৭৬টি আসন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এখন পর্যন্ত লেবার জিতেছে ৭২টি আসনে। অন্যদিকে মরিসনের দল লিবারেল পার্টির জোট সরকার ৫৫টি আসনে জয় লাভ করেছে। 

অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বাকি ১৩টি আসনে কারা জয়ী হচ্ছেন সেটি এখনো নিশ্চিত নয়। তবে উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ভোট পড়ায় গণনা শেষ করে চূড়ান্ত ফলাফলে সময় লাগতে পারে বলে জানিয়েছে সম্প্রচার মাধ্যমটি।

এদিকে পরাজয় মেনে নিয়ে এরই মধ্যে ভাষণ দিয়েছেন স্কট মরিসন। তিনি বলেন, আজ থেকে আমি বিরোধী দলের নেতা। নির্বাচনে জয়লাভ করায় অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলে তাকে অভিনন্দন জানিয়েছি।

জয় উদযাপনের আগে আলবেনিজ জানিয়েছেন, তিনি দেশকে একত্রিত করতে চান। পাশাপাশি জলবায়ু সমস্যার সমাধান করতে চান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন