সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৪

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় চাঁদপুরে দুই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী, ঝালকাঠির রাজাপুরে মুসল্লি বান্দরবানের থানচি উপজেলায় ট্রাকচালকসহ চারজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

চাঁদপুর: পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরে ফাতেমা আলম আব্দুল্লাহ নামের দুই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত দুজন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফাতেমা আলম আব্দুল্লাহ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গতকাল সকালে হাজীগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশা করে চাঁদপুর শহরের আল আমিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসছিলেন। পথে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশার। এতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল্লাহকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরই পালিয়ে যায় পিকআপ সিএনজি অটোরিকশার চালক।

ঝালকাঠি: জেলার রাজাপুরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৫৫) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল বিকালে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পাকাপুল বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম গালুয়া ইউনিয়নের বড় গালুয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

রাজাপুর থানার এসআই নাজমুজ্জামান জানান, নামাজ শেষে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শাহ আলম। ঘটনার সময় পাকাপুল বাজার এলাকার আফজালের বাড়ির সামনের ফাঁকা সড়কে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকেন তিনি। পরে তাকে স্থানীয় লোকজন স্বজনরা উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান: জেলার থানচি উপজেলার জীবননগর এলাকায় ট্রাক খাদে পড়ে চালক মো. মুসা (৫৫) নিহত হয়েছেন। সময় আহত হয়েছেন একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামিয়ার পাড়ার সালেহ আহম্মদের ছেলে।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, বান্দরবান থেকে ট্রাকে করে নির্মাণকাজে ব্যবহূত বালি থানচি নেয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। সময় চালক মো. মুসা ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় আহত হয়েছেন ট্রাকের মালিক মো. সেলিম। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী হতাহতদের উদ্ধার করে। আহত সেলিমকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন