নগদ কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং লজিস্টিকস এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এনডিসি পিএসসি গতকাল সকালে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ কোর্সে ‘নগদ কাপ গলফ টুর্নামেন্ট ২০২২’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ছবি: আইএসপিআর

কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং লজিস্টিকস এরিয়ার জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এনডিসি পিএসসি গতকাল সকালে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ কোর্সে নগদ কাপ গলফ টুর্নামেন্ট ২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যসহ দেশের সব গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশী/বিদেশী সদস্যরা ছাড়াও নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভির মিশহুক, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম এসপিপি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), কুর্মিটোলা গলফ ক্লাব নগদ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন