আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করব —নির্বাচন কমিশনার আহসান হাবীব

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান বলেছেন, গণতন্ত্র ধরে রাখতে হলে নির্বাচন দরকার। আর এক্ষেত্রে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করব। সেই গ্রাউন্ডে কোন কোন দল খেলবে সেটা তাদের ব্যাপার।

গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, ডিআইজি মহিদ উদ্দিন, খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, গতকাল থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়ে আগামী জুন পর্যন্ত চলবে। ১০ জুন থেকে শুরু হবে ছবি তোলা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন