সপ্তাহজুড়ে বেক্সিমকোর ২০৩ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে চার কার্যদিবসে হাজার ২৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯ দশমিক ৪৭ শতাংশ বা ৯৫৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। ১০ কোম্পানির মধ্যে ২০৩ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহের চার কার্যদিবসে বেক্সিমকোর কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮২৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২০৩ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের দশমিক ২৯ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক শূন্য শতাংশ।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৫৯ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকার কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের দশমিক ৯৩ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৮১ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। চার কার্যদিবসে কোম্পানিটির কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের দশমিক ১০ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৯৫ শতাংশ।

মোট লেনদেনের দশমিক ৮২ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৫৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯১ কোটি ১৪ লাখ ১১ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৬৪ শতাংশ। 

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ১৮ দশমিক ৩০ শতাংশ কমলেও সাপ্তাহিক লেনদেনে দশমিক ২৩ শতাংশ অবদান রেখেছে কোম্পানিটি। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৭২ কোটি লাখ ১৫ হাজার টাকার কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৮৩৭টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমে সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এসিআই ফরমুলেশনস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন