
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে চার কার্যদিবসে ৩ হাজার ২৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯ দশমিক ৪৭ শতাংশ বা ৯৫৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে ২০৩ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত সপ্তাহের চার কার্যদিবসে বেক্সিমকোর ১ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮২৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২০৩ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৬ দশমিক ২৯ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক শূন্য ১ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৫৯ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকার ৩ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক ৯৩ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ৮১ শতাংশ।
গত সপ্তাহের লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। চার কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক ১০ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৯৫ শতাংশ।
মোট লেনদেনের ২ দশমিক ৮২ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৫৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯১ কোটি ১৪ লাখ ১১ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৬৪ শতাংশ।
তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ১৮ দশমিক ৩০ শতাংশ কমলেও সাপ্তাহিক লেনদেনে ২ দশমিক ২৩ শতাংশ অবদান রেখেছে কোম্পানিটি। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৭২ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকার ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৮৩৭টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমে সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এসিআই ফরমুলেশনস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।