এস আলম কোল্ড রোলড স্টিলসের দর বেড়েছে ৩৪%

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৪ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের চার কার্যদিবসে এস আলম কোল্ড রোলড স্টিলসের শেয়ারদর বেড়েছে ৩৪ দশমিক ১৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ১৩ কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের চার কার্যদিবসে ১৩ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ১৭ কোটি ৫০ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল কোটি ৩৭ লাখ ৬৩ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বঙ্গজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৬১ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ২৭ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল কোটি ৯৩ লাখ ৮৪ হাজার টাকা।

গত সপ্তাহে দশমিক ২৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) চার কার্যদিবসে কোম্পানিটির কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৮৪ লাখ ৯৭ হাজার টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৮৮ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির কোটি ৫৩ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল কোটি ২৫ লাখ ১৩ হাজার ২৫০ টাকা।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৬২ শতাংশ। চার কার্যদিবসে কোম্পানিটির ৫৭ কোটি ১৮ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ১৪ কোটি ২৯ লাখ ৫২ হাজার ২৫০ টাকা।

দশমিক ৬৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ১০ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল কোটি ৬৯ লাখ ১১ হাজার টাকা।

শীর্ষ দর বৃদ্ধির তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৬৪ শতাংশ। দর বৃদ্ধির তালিকায় এছাড়াও গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড রয়েছে। কোম্পানি দুইটির শেয়ারদর কমেছে যথাক্রমে দশমিক ২৮ দশমিক ২৪ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন