শেয়ার বিক্রি করবেন ইন্দো-বাংলা ফার্মার উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অন্যতম উদ্যোক্তা মো. বেলাল খান তার কাছে থাকা কোম্পানিটির ৩৪ লাখ ৪৮ হাজার ৩০৬টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। উল্লেখিত পরিমাণ শেয়ার তার কাছ থেকে কিনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্য উদ্যোক্তা কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এএফএম আনোয়ারুল হক। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে ২৫ মের মধ্যে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বেচাকেনা সম্পন্ন করবেন তারা। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৮ কোটি লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ১৪০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪১ দশমিক ১২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৯৫, দশমিক শতাংশ বিদেশী সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন