যুক্তরাজ্যে পঞ্চম বৃহৎ স্মার্টফোন ব্র্যান্ড গুগল

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাজ্যের বাজারে পঞ্চম বৃহৎ স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়েছে গুগল। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তে দেখা গেছে, পিক্সেল সিরিজের ওপর ভর করে জানুয়ারি-মার্চ প্রান্তিকে সফলতা দেখিয়েছে তারা। এর মাধ্যমে বিশ্বের প্রধান কোনো অর্থনীতিতে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিল সার্চ ইঞ্জিন জায়ান্টটি। খবর গিজমোচায়না।

চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাজ্যে লাখ ৬৩ হাজার ৯০০ ইউনিট পিক্সেল ফোন বিক্রি করেছে গুগল। এর মাধ্যমে ইউরোপীয় দেশটির স্মার্টফোন বাজার হিস্যা দশমিক শতাংশ করে নিয়েছে তারা। গত বছরের একই প্রান্তিকে গুগলের স্মার্টফোন বিক্রি ছিল ৫০ হাজার ৯০০ ইউনিট। সীমিত কয়েকটি বাজারে পিক্সেল সিরিজ উন্মোচন নিয়ে সমালোচনা রয়েছে গুগলের বিরুদ্ধে। তবে কৌশল যে তাদের জন্য সফল হচ্ছে, তা যুক্তরাজ্যে শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে উঠে আসায় স্পষ্ট হয়ে উঠেছে।

নতুন নকশা নিজস্ব প্রসেসর নিয়ে উন্মোচিত হওয়া পিক্সেল সিরিজ দিয়ে গত বছরের শেষ প্রান্তিকে নিজেদের সেরা সময় কাটিয়েছে গুগল। পিক্সেল সিরিজ গ্রহণ করেছে যুক্তরাজ্যের চারটি প্রধান মোবাইল নেটওয়ার্ক ভোডাফোন, থ্রি, ওটু ইইই।

আইডিসির প্রতিবেদনে বলা হয়, ২৪ লাখ স্মার্টফোন বিক্রির মাধ্যমে যুক্তরাজ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে অ্যাপল (৪৮ দশমিক শতাংশ) ১৫ লাখ ৮০ হাজার ইউনিট স্মার্টফোন বিক্রির মাধ্যমে দ্বিতীয় স্যামসাং। এইচএমডি গ্লোবাল (নকিয়া) অপো যথাক্রমে তৃতীয় চতুর্থ। তাদের স্মার্টফোন বিক্রি হয়েছে যথাক্রমে লাখ ১০ হাজার ৭০০ লাখ হাজার ৯০০।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন