খাদ্যশস্য রফতানিতে ইউক্রেনকে সহায়তা করবে পোল্যান্ড

বণিক বার্তা ডেস্ক

প্রতিবেশী দেশ ইউক্রেনকে পশ্চিম ইউরোপে খাদ্যশস্য রফতানি বাড়াতে সহায়তার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির খাতসংশ্লিষ্টরা। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

ইউক্রেনে বিশ্বের চতুর্থ বৃহৎ ভুট্টা রফতানিকারক দেশ। বৈশ্বিক গম রফতানিতে দেশটির অবস্থান পঞ্চম। গত ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর থেকেই অবরুদ্ধ হয়ে পড়ে দেশটির সমুদ্রবন্দরগুলো। এতে ইউক্রেন পশ্চিমাঞ্চলের সীমান্ত ব্যবহার করে রেলপথে খাদ্যশস্য রফতানি করতে বাধ্য হচ্ছে। পাশাপাশি দানিয়ুব নদীবন্দরও কাজে লাগানো হচ্ছে।

কিন্তু এসব রুটে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। এর মধ্যে পোল্যান্ডের শুল্ক বিভাগের প্রক্রিয়া সীমান্ত পারাপারে পর্যাপ্ত লোকবলের অভাব রফতানিতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলছে।

সম্প্রতি ইউক্রেনের কৃষিমন্ত্রী মিকোলা সলস্কি বলেন, আমরা যাতে খাদ্যশস্য রফতানি বাড়াতে পারি, সেজন্য সীমান্ত পারাপার সহজ করে দেয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড।

ইউক্রেন জানায়, চলতি মাসের প্রথম ১০ দিনে দেশটি প্রায় তিন লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও কম।

ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ থাকায় কয়েক লাখ টন খাদ্যশস্য খাদ্যশস্যভিত্তিক পণ্য বাজারে ঢুকতে পারছে না। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিশ্ববাজারে গম, ভুট্টা ভোজ্যতেলের দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চে উঠেছে।

এদিকে ইউরোপের অন্যান্য দেশও পশ্চিমাঞ্চলের সীমান্ত ব্যবহার করে খাদ্যশস্য রফতানিতে ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানির গণমাধ্যম জানায়, ইউক্রেন থেকে খাদ্যশস্য পরিবহনে একটি গ্রেইন ব্রিজ তৈরি করছে দেশটির সরকার। লক্ষ্যে রেলযোগে মেশিনারিজও আনা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন