সহিংসতায় পুড়েছে ৪৫ বাস

শ্রীলংকায় কোনো রাজনৈতিক দলকে বাস দেবেন না মালিকরা

বণিক বার্তা অনলাইন

ছবি : বিবিসি

শ্রীলংকার কোনো রাজনৈতিক দলকে ব্যবহারের জন্য বাস দেবে না লঙ্কা প্রাইভেট বাস ওনার্স অ্যাসোসিয়েশন (এলপিবিওএ)। গত সোমবার দেশটির রাজধানীর গল ফেসে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪৫টি বাস পোড়ানোর ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে এলপিবিওএ। আজ শনিবার এ তথ্য জানিয়েছে কলম্বো গেজেট।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের সোমবার গল ফেসে বিক্ষোভকারীরা প্রায় ৪৫টি বাস পুড়িয়ে দেয়। এতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় বাসগুলো। মেরামত অযোগ্য বাসগুলোর জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে এলপিবিওএ। তাদের দাবি পূরণ না হওয়ায় আর কোনো রাজনৈতিক দলকে বাস ব্যবহারের জন্য বা ভাড়া না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বেসরকারি বাস মালিকরা বলছেন, গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে সমর্থন জানাতে কলম্বোতে আসে শ্রীলংকা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) সমর্থকরা। এসময় কিছু বেসরকারি বাসে করে আসেন তারা। কিন্তু টেম্পল ট্রিস এবং গল ফেসে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এসময় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় এসএলপিপি সমর্থকদের ব্যবহৃত ৪৫টি বাসে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন