শ্রীলংকার শ্রম অভিবাসন এক লাখ ছাড়িয়েছে

বণিক বার্তা ডেস্ক

স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলংকা। ক্রমবর্ধমান অর্থনৈতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির ফলে কর্মসংস্থানের আশায় দেশ ত্যাগ করছে বহু নাগরিক। এরই মধ্যে চলতি বছরের এখন পর্যন্ত শ্রীলংকার শ্রম অভিবাসনের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। খবর ডেইলি মিরর।

অ্যাসোসিয়েশন অব লাইসেন্সড ফরেন এমপ্লয়মেন্ট এজেন্সিসের (এএলএফইএ) তথ্য অনুসারে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কর্মসংস্থানের তাগিদে বিদেশে পাড়ি দিয়েছে এক লাখ শ্রীলংকান। বর্তমানে শ্রীলংকান অভিবাসী কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় শ্রীলংকান কর্মীদের চাহিদা বেড়েছে। ২০২০ সালে বিদেশে অভিবাসনপ্রাপ্ত শ্রীলংকানদের সংখ্যা ছিল ৫৩ হাজার ৭১১। গত বছর তা ১২৬ দশমিক শতাংশ বেড়ে লাখ ২১ হাজার ৭৯৫ জনে উন্নীত হয়। বছরের প্রথম তিন মাসেই সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি আরো অবনতি হওয়ায় অভিবাসনপ্রত্যাশী নারী কর্মীর সংখ্যাও বাড়ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন