বছরের শুরুতে দ্বিগুণ হয়েছে ফ্লাইদুবাইয়ের যাত্রী পরিবহন

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম প্রান্তিকে স্বল্পমূল্যের এয়ারলাইনস ফ্লাইদুবাই ২৩ লাখ ৫০ হাজার যাত্রী পারাপার করেছে। সংখ্যাটা আগের বছরের একই সময়ের তুলনায় ১১৪ শতাংশ বেশি। পরিস্থিতি বলছে, নভেল করোনাভাইরাস মহামারী পরিস্থিতি থেকে উত্তরণ শুরু করেছে ভ্রমণ খাত। খবর দ্য ন্যাশনাল নিউজ।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ঘায়িথ আল ঘায়িথ বলেন, ২০২১ সালে যে ভয়াবহ পরিস্থিতিতে ছিলাম, ২০২২ সালে সেখান থেকে আমাদের উন্নতি অব্যাহত রয়েছে। আমরা দেখছি, চলতি বছরের প্রথম প্রান্তিকে যে পরিমাণ যাত্রী চলাচল করেছে সেটা গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ। ২০২০ সালে এক্সপো দুবাই আয়োজনে অংশ নিতে বিশ্বকে আমন্ত্রণ জানিয়েও পরিমাণ যাত্রী পাইনি।

মধ্যপ্রাচ্যের পর্যটন বাণিজ্যিক কেন্দ্রবিন্দু দুবাই। দুবাই করপোরেশন ফর ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিংয়ের প্রধান নির্বাহী ইসাম কাজিম বলেন, ২০২২ সালের প্রথম দুই মাসে ২২ লাখ ভ্রমণকারীকে আমন্ত্রণ জানিয়েছে আমিরাত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন