বিজিএমইএ সভাপতির সঙ্গে আদানি গ্রুপের কান্ট্রি হেডের সাক্ষাৎ

আদানি গ্রুপ বাংলাদেশের প্রেসিডেন্ট কান্ট্রি হেড ইউসুফ শাহরিয়ার সম্প্রতি বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মিরান আলী, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেডের হেড অব ইন্ডিয়া কনটেইনার সেলস বিজনেস ডেভেলপমেন্ট ক্যাপ্টেন মোহিত চতুর্বেদী। সময় তারা বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে বর্তমান বৈশ্বিক শিপিং পরিস্থিতি এর দৃষ্টিভঙ্গি, বাংলাদেশী আমদানি-রফতানি কার্গোর আন্তর্জাতিক শিপমেন্টের জন্য ভারতীয় সমুদ্রবন্দরগুলো ব্যবহারের সুযোগ নিয়ে আলোচনা করেন। সাক্ষাত্কালে ফারুক হাসান আদানি গ্রুপকে বাংলাদেশী ব্যবসায়ীরা যাতে করে সমুদ্রপথে পণ্য আমদানি-রফতানির জন্য ভারতীয় বন্দরগুলো ব্যবহার করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় শিপিং এবং অন্য লজিস্টিক সেবাগুলো প্রদানের অনুরোধ জানান। বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের আমদানি-রফতানি দিন দিন বাড়ছে। এতে করে যথাযথ সময়ের মধ্যে পণ্য জাহাজীকরণ করার জন্য কনটেইনারের বিপুল চাহিদা তৈরি হচ্ছে। বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর এখনো প্রস্তুত না হওয়ায় ব্যবসায়ীদের আন্তর্জাতিক শিপমেন্টের জন্য কলম্বো সিঙ্গাপুর সমুদ্র বন্দরের ওপর নির্ভর করতে হয়। পরিস্থিতিতে ক্রমবর্ধমান রফতানি আমদানির চাপ সামলাতে ভারতের সমুদ্রবন্দরগুলো বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য বিকল্প হতে পারে। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন