সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত সাত

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় রাজশাহীর গোদাগাড়ীতে দুই, বগুড়ার শেরপুরে দুই, সিরাজগঞ্জ সদরে দুই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একজনসহ মোট সাতজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানোর খবর

রাজশাহী: জেলার গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ আলী বকুলের ছেলে ইজাজ আহমেদ (২০) নগরীর হড়গ্রাম শেখপাড়া এলাকার বাইদুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২০) রাজশাহীর একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন তারা।

ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আহতরা হলেন নগরীর ভাটাপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে রফিউল ইসলাম রাফি (২০) নগরীর হড়গ্রাম এলাকার নূরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (১৮) এদের মধ্যে রাফির অবস্থা আশঙ্কাজনক।

গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক শিবলি নোমান তথ্য নিশ্চিত করে জানান, হতাহতরা রাজশাহী নগরীর একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা রাজশাহী নগরী থেকে পাঁচটি মোটরসাইকেলে গোদাগাড়ীর গোপলপুরের হোটেলে খেতে যাচ্ছিলেন। পথে বসন্তপুর এলাকায় রাজশাহীগামী একটি ট্রাক সামনের দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান।

বগুড়া: জেলার শেরপুর উপজেলায় সীমাবাড়ী-রাণীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ভোরে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বেলাল হোসেন (৫২) ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ফজর আলী খাজা (৪২)

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ফজর আলী রাতে উপজেলার চান্দাইকোনা থেকে বেলালের মোটরসাইকেল ভাড়া করে নিজ গ্রামের দিকে রওনা দেন। পথে জামনগর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক বেলাল। সময় ফজর বেলাল সড়কে পড়ে যান এবং একই সঙ্গে অজ্ঞাত যানটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলায় পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মদন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সময় শাহদাত হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীসহ আরো চারজন আহত হন। গতকাল সকালে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার শাহানগাছা এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কলেজছাত্র মদন সদর উপজেলার নওদা ফুলকোচা গ্রামের গোপালের ছেলে স্থানীয় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

অন্যদিকে সিরাজগঞ্জ সদর উপজেলায় সেতু থেকে নিচে পড়ে নাইম সরকার (২০) নামের ব্যাটারিচালিত এক ভ্যানচালক নিহত হয়েছেন। সময় ভ্যানে থাকা এক যাত্রী আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মহিষামুরা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত নাইম মহিষামুরা দক্ষিণপাড়া গ্রামের আনোয়ার সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার করার জন্য ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রেজাউল। পথে একজন যাত্রী ওঠান তিনি। মহিষামুরা বাজার এলাকায় পৌঁছলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।  সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জয়পুরহাট: জেলার পাঁচবিবিতে বাগজানা এলাকায় বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গতকাল সকালে শরিফুল ইসলাম (৩৮) নামে পিকআপ চালকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

নিহত শরিফুল নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়ার আজিজার রহমানের ছেলে। আহতরা হলেন হানিফ পরিবহনের চালক জেলার কালাই উপজেলার নিচিন্তা গ্রামের নয়ন, বাগজানা এলাকায় শোভন মহন্তের ছেলে জিৎ মহন্তসহ আরো দুজন।

বিষয়ে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, ঢাকাগামী হানিফ পরিবহন জয়পুরহাট থেকে আসা আমবোঝাই একটি পিকআপ ভ্যানের বাগজানা বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক শরিফুল ইসলামের মৃত্যু হয়েছে।

  সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানঘরের ভেতর ঢুকে পড়লে জানমালের ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন