নওগাঁ ও সুনামগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, নওগাঁ ও সুনামগঞ্জ

নওগাঁর পোরশায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর পশ্চিম দুয়ারপাল মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত কৃষকরা হলেন উপজেলার পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুহ শেখ (৫৫) পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে আবু সায়েম (৩৫)

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রঘুনাথপুর মাঠে নুহ শেখ ভারত সীমান্তবর্তী পুনর্ভবা নদীর পাশে পশ্চিম দুয়ারপাল মাঠে সায়েম বোরো ধান কাটছিলেন। সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে মাঠের অন্য কৃষকরা তাদের মরদেহ উদ্ধার করেন।

এছাড়া পশ্চিম রঘুনাথপুর মাঠে বজ্রপাতের ঘটনায় বাঙ্গালপাড়া গ্রামের জাহানারা বেগম নামে এক নারীসহ দুজন আহত হয়েছেন। সময় তারা বাড়ির পাশে কাজ করছিলেন। পরে তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানার ওসি জহুরুল হক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আব্দুস সোবহান (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল বিকালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামে ঘটনা ঘটে। সময় কাড়ারাই গ্রামের আশিকুর রহমানের ছেলে রিপন আহমদ তার ভাই রফিক আলী গুরুতর আহত হন। আব্দুস সোবহান শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাসকুড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামের আশিকুর রহমানের বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন তারা। হঠাৎ প্রচণ্ড বৃষ্টির সঙ্গে তাদের ওপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন