যুক্তরাষ্ট্রে গ্যাস উত্তোলন ও চাহিদা বৃদ্ধির পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের চাহিদা উত্তোলন বাড়বে। সম্প্রতি শর্ট টার্ম এনার্জি আউটলুক শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)

প্রতিষ্ঠানটির প্রক্ষেপণ বলছে, চলতি বছর ড্রাই গ্যাস উত্তোলন বেড়ে হাজার ৬৭১ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে। আগামী বছর উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ১০ হাজার ১৭১ কোটি ঘনফুটে। গত বছর দেশটিতে সব মিলিয়ে হাজার ৩৫৫ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছিল।

ইআইএ জানায়, গত বছর যুক্তরাষ্ট্রে হাজার ২৯৭ কোটি ঘনফুট গ্যাস ব্যবহার হয়েছিল। বছর তা বেড়ে হাজার ৫৭৩ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে। তবে আগামী বছর কিছুটা কমে হাজার ৫২৮ কোটি ঘনফুটে নামবে।

গত মাসে ইআইএ হাজার ৭৪১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের পূর্বাভাস দিয়েছিল। চলতি মাসে পূর্বাভাস কিছুটা কমানো হয়েছে। তবে এপ্রিলে জ্বালানি পণ্যটির চাহিদাসংক্রান্ত যে পূর্বাভাস দেয়া হয়েছিল, চলতি মাসে তা বাড়ানো হয়েছে। এপ্রিলে হাজার ৪১১ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূর্বাভাস দিয়েছিল ইআইএ।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি হাজার ১৯৯ কোটি ঘনফুটে উন্নীত হবে। আগামী বছর রফতানির পরিমাণ দাঁড়াবে হাজার ২৬৩ কোটি ঘনফুটে। গত বছর দেশটি ৯৭৬ কোটি ঘনফুট এলএনজি রফতানি করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন