শ্রীলংকানদের ভিসা দেয়া বন্ধ করা হয়নি: নয়াদিল্লি

বণিক বার্তা অনলাইন

শ্রীলংকার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করা হয়েছে কিনা এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে একটি বিবৃতি জারি করেছে শ্রীলংকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন। এতে নিশ্চিত করা হয়, শ্রীলংকানদের ভিসা দেয়া বন্ধ করা হয়নি। আজ শুক্রবার নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর নিউজওয়্যার।

হাই কমিশন ‘স্পষ্টভাবে’ জানায়, তারা বা ভারতীয় কনস্যুলেট-জেনারেল বা শ্রীলংকায় নিযুক্ত সহকারি ভারতীয় হাই কমিশন ভিসা দেয়া বন্ধ রাখেনি।

ভারতীয় হাই কমিশন আরো জানায়, গত কয়েক দিন আগে ভিসা উইং স্টাফদের অক্ষমতা কারণে এর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটেছিল। শিগগিরই স্বাভাবিক কার্যক্রমে ফেরার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে হাই কমিশন।

শ্রীলঙ্কার নাগরিকদের ভারতে ভ্রমণ সহজতর করার জন্য হাই কমিশন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও আশ্বস্ত করেছে কূটনৈতিক মিশনটি।

হাই কমিশন জানায়, শ্রীলংকানরা ভারতে স্বাগত, ঠিক যেভাবে ভারতীয়দের শ্রীলংকায় স্বাগত জানানো হয়।

এর আগে ভারতীয় হাই কমিশন শ্রীলংকাদের ভিসা দেয়া বন্ধ রেখেছে কিনা এমন প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে। দেশটিতে চলমান অস্থিরতার কারণে এই পদক্ষেপ নেয়া হতে পারে বলে ধারণা করেছিলেন ধারণা করেছিলেন। সেই প্রশ্নের প্রেক্ষিতেই নিজেদের বক্তব্য পরিষ্কার করে এই বিবৃতি দিয়েছে হাই কমিশন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন