শ্রীলংকার সংসদ সদস্যদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত

বণিক বার্তা অনলাইন

শ্রীলংকার সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘটনাবহুল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে থাকা দেশটির সাংসদরা নিরাপত্তা ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে দেশজুড়ে বিক্ষোভকারীদের হামলার সম্মুখীন হয়েছে তাদের বাসভবন। এদিকে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে বৃদ্ধি পাচ্ছে জনরোষ। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাংসদদের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক সি.বি বিক্রমরত্নে। খবর নিউজকাটার।

সাধারণত মন্ত্রণালয় বা সংসদীয় দায়িত্বে না থাকা একজন সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের দুইজন প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা দেয়া হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাংসদদের নিরাপত্তা বাড়িয়ে একজন উপ-পরিদর্শকসহ মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের ছয় পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত সোমবার কলম্বোয় বিক্ষোভকারীদের দুটি কেন্দ্রে হামলার পর পরিস্থিতি সহিংসতার দিকে মোড় নেয়। শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা ক্ষমতাসীন সাংসদদের লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেন। দেশজুড়ে সংসদ সদস্যদের বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দেন তারা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। রাজাপাকসে পরিবারের পূর্বপুরুষদের ভিটেমাটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

এছাড়া একাধিক সংসদ সদস্য বিক্ষোভকারীদের মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। তাদের একাধিক বিলাসবহুল গাড়ি সম্পূর্ণরূপে ধংস করে দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে নিজ বাড়িতে হামলার শিকার হওয়ার পর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইমাদুয়া প্রাদেশিক সভার চেয়ারম্যান এ ভি শরথ কুমার মারা গেছেন বলে জানা গেছে। 

দিনভর সংঘর্ষের ঘটনায় সোমবার দুপুরের পর বিক্ষোভদারীদের বাধার মুখে পড়ে আত্মহত্যা করেন শ্রীলংকার ক্ষমতাসীন এসএলপিপি’র সংসদ সদস্য অমরকীর্তি আথুকোরালা। অন্যদিকে নিজ বাড়িতে হামলার শিকার হওয়ার পর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইমাদুয়া প্রাদেশিক সভার চেয়ারম্যান এ ভি শরথ কুমার মারা গেছেন বলে জানা গেছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন