
পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনাবেচা সম্পন্ন করেছেন পুঁঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের তিন পরিচালক। বিদ্যমান বাজারদরে ডিএসইর মাধ্যমে এসব শেয়ার কেনাবেচা হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, পূর্ব ঘোষণা অনুযায়ী বারাকা পাওয়ারের অন্যতম পরিচালক মো. আহসানুল কবির ৫ লাখ শেয়ার বিক্রি করেছেন। ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করেন তিনি। অন্যদিকে কোম্পানির অন্যতম মনোনীত পরিচালক গোলাম রব্বানী চৌধুরী ৪৮ লাখ ৯৪ হাজার ১২২টি শেয়ার বিক্রি করেছেন। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রি করা এসব শেয়ার কিনে নিয়েছে বিদ্যুৎ খাতের কোম্পানিটির অন্যতম করপোরেট পরিচালক এনআরবি ভেঞ্চারস (প্রা.) লিমিটেড।
২০১১ সালে বারাকাতুল্লাহ ইলেকট্রো ডাইনামিকস লিমিটেড (বিইডিএল) নামে পুঁজিবাজারে আসে বর্তমান বারাকা পাওয়ার। কোম্পানিটির
মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৬১। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৭ দশমিক ৯৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪২ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।