সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামিক ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ৩০৬তম পরিচালনা পর্ষদ সভা থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি সুপারিশ করা হয়।

সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৯৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৯ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। -সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৩১ মে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন