এপ্রিলে সুয়েজ খালের সর্বোচ্চ আয়ের রেকর্ড

বণিক বার্তা ডেস্ক

এপ্রিলে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে মিসরের সুয়েজ খাল। জলপথ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে, মাসে শুধু জাহাজ চলাচল ফি থেকেই তারা আয় করেছে ৬২ কোটি ৯০ লাখ ডলার। নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা পেরিয়ে আবার স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। খবর রয়টার্স।

খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা র্যাবেই এক বিবৃতিতে বলেছেন, গত এপ্রিলে সুয়েজ খাল যে পরিমাণ আয় করেছে তা আগের বছরের তুলনায় ১৩ দশমিক শতাংশ বেশি।

১৯৩ কিলোমিটারের ওই পথ লোহিত সাগর ভূমধ্যসাগরের সংযোগ স্থাপন করে। এপ্রিলে খাল দিয়ে মোট চলাচল করা জাহাজের সংখ্যা আগের বছরের তুলনায় দশমিক শতাংশ বেড়ে হাজার ৯২৯টিতে দাঁড়িয়েছে।

পণ্যবোঝাই কার্গো জাহাজের ওজন হিসেবে পথে পারাপার হয়েছে ১১ কোটি ৪৫ লাখ টন, জলপথে পারাপার হওয়ার দিক থেকেও সেটা সর্বোচ্চ। এক বছর আগের তুলনায় গত এপ্রিলে তেল বোঝাই ট্যাংকার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ট্যাংকার এবং কনটেইনার ক্যারিয়ার বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ২৫ দশমিক শতাংশ, ১২ শতাংশ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন