পুরনো গেমের অনলাইন সার্ভিস বন্ধ করল ইউবিসফট

৯১টি গেমের অনলাইন সার্ভিস বন্ধ করে দিয়েছে ইউবিসফট। সম্প্রতি ভিডিও গেম ওয়েবসাইট ব্লগ কোটাকু সূত্রে তথ্য জানা গেছে। এসব গেমের অধিকাংশই অনেক প্রাচীন এবং পুরনো প্লাটফর্মের জন্য। তবে কিছু গেম এখনো খেলা যাবে। সার্ভিস বন্ধের অংশ হিসেবে গেমাররা এখন থেকে অনলাইনে আসাসিনস ক্রিড: ব্রাদারহুড খেলতে পারবে না। কম্পিউটারে ফার ক্রাইয়ের প্রথম দুই ভার্সন অনলাইনে যুক্ত হবে না। অন্যদিকে ব্লাড ড্রাগন গেমটি কম্পিউটার, পিএসথ্রি এক্সবক্স ৩৬০-তে চালু হবে না। এনগ্যাজেট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন