এনএসইউতে বাংলাদেশের অর্জন শীর্ষক গণবক্তৃতা

মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির অধ্যাপক এবং গ্লোবাল লেবার অর্গানাইজেশনের (জিএলও) দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান . নিয়াজ আসাদুল্লাহ সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বাংলাদেশের অর্থনীতির ৫১ বছরের অর্জন, অন্তর্দ্বন্দ্ব চ্যালেঞ্জ বিষয়ে একটি গণবক্তৃতা প্রদান করেন।

অনুষ্ঠানটি ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, এনএসইউ এবং জিএলওর আন্তর্জাতিক নেটওয়ার্ক যৌথভাবে আয়োজন করে। ইভেন্টের ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার ছিল এনএসইউ অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ইয়ং ইকোনমিস্টস ফোরাম (ওয়াইইএফ) গণবক্তৃতা শেষে একটি মুক্ত প্রশ্নোত্তর অধিবেশনের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী ছাত্র শিক্ষকরা সক্রিয়ভাবে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ বিষয়ে বক্তাকে প্রশ্ন করেন। বক্তৃতায় আরো উপস্থিত ছিলেন এনএসইউর উপ-উপাচার্য . এম ইসমাইল হোসেন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক . আবদুল হান্নান চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান . আসাদ করিম খান প্রিয় এবং এনএসইউর বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকরা। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন