পুঁজিবাজারে বিনিয়োগে বিশেষ তহবিল গঠন করবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পুঁজিবাজার স্থিতিশীলতায় ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৩১৭তম পর্ষদ সভায় সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে ব্যাংকের এমডি সেলিম আর এফ হুসাইন স্বাক্ষরিত -সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ২৩ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে ব্র্যাক ব্যাংককে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বলা হয়।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুসারে, এককভাবে একটি ব্যাংক তার ইকুইটির ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। এছাড়া সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমেও বিনিয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি পুঁজিবাজার স্থিতিশীলতায় ২০২০ সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রতিটি তফসিলি ব্যাংককে সর্বোচ্চ ২০০ কোটি টাকার তহবিল গঠনের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে। বিনিয়োগকে পুঁজিবাজার বিনিয়োগসীমার আওতার বাইরে রাখারও ঘোষণা দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে বিনিয়োগসীমার মধ্যে থেকেও অনেক ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগ আরো বাড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া কিছু ব্যাংক বিনিয়োগসীমার সামান্য পরিমাণ পুঁজিবাজারে বিনিয়োগ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন