চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার তুলনায় ৫০ শতাংশ বেশি আয় করেছে স্যামসাং ইলেকট্রনিকস। ২০১৮ সালের পর এটিই দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির প্রান্তিকের হিসাবে সর্বোচ্চ আয়। বিশ্বে চিপের ক্রমবর্ধমান চাহিদা থাকায় প্রতিষ্ঠানটির আয় বেড়েছে। খবর রয়টার্স।
বিশ্লেষকরা বলছেন, চিপের পাশাপাশি প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রির মাধ্যমেও আয় করেছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম মেমোরি চিপ ও স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। আয়পূর্ব প্রতিবেদনে স্যামসাং প্রথম প্রান্তিকে ১৪ লাখ ১০ হাজার কোটি ওন বা ১ হাজার ১৬০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছিল। যেখানে রেফিনিটিভ স্মার্টএস্টিমেট ১৩ লাখ ৩০ হাজার ওন আয়ের পূর্বাভাস দিয়েছিল। তবে সব পূর্বাভাস ছাপিয়ে প্রযুক্তি জায়ান্টটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেড়ে ৭৭ লাখ কোটি ওনে পৌঁছেছে।
কেপ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক পার্ক সাং সুন বলেন, মেমোরি চিপের সরবরাহ ও বিক্রি বাড়ায় প্রতিষ্ঠানটির আয় বাজার বিশ্লেষকদের প্রত্যাশ্যাকে ছাড়িয়ে গিয়েছে। প্রথম প্রান্তিকে চিপের দাম কমলেও ডাটা সেন্টারগুলোয় চিপের চাহিদা, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সতর্ক বিনিয়োগের কারণে চিপ বিক্রিতে স্যামসাংয়ের আয় বেড়েছে, যা মোট আয়ের প্রায় অর্ধেক।
কাঁচামালের দূষণের কারণে জাপানের কিওক্সিয়া ও যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন ডিজিটাল পরিচালিত এনএএনডি ফ্ল্যাশ চিপ প্লান্টের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় স্যামসাং ইলেকট্রনিকস সুবিধা পেয়েছে। পার্ক বলেন, কিওক্সিয়ায় দূষণের ঘটনায় পণ্য উৎপাদনে স্যামসাং নির্মিত এনএএনডি ফ্ল্যাশ চিপের চাহিদা
বেড়েছে, ফলে স্যামসাংয়ের বিক্রিও বেড়েছে। যার পরিপ্রেক্ষিতে মুনাফাও
রেকর্ড ছাড়িয়েছে।
তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে কিওক্সিয়া প্লান্টে কাঁচামাল দূষণের পর এনএএনডি ফ্ল্যাশ চিপের মূল্য ৫-১০ শতাংশ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিল সংশ্লিষ্টরা। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, ২০২২ সালের প্রথম প্রান্তিকে ৭ কোটি ২০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম। প্রযুক্তিবিদদের ধারণা নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২২ কিছুটা দেরিতে বাজারজাত করায় বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
কাউন্টারপয়েন্টের সহযোগী পরিচালক সুজেওং লিমের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির শেষে বাজারে উন্মুক্ত করলেও মার্চের প্রথম সপ্তাহে স্যামসাং গ্যালাক্সি এস২১-এর তুলনায় এস২২ স্মার্টফোনটি ৫০ শতাংশ বেশি বিক্রি করেছে। মার্চের শেষ নাগাদ স্যামসাং ৬০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে, যা প্রতিষ্ঠানটির বিক্রির প্রাথমিক পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ ছিল। অন্যদিকে ক্লাউড ও সার্ভার অবকাঠামো তৈরিতে পরবর্তী প্রজন্মের স্টোরেজ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত ও উন্নয়নে ওয়েস্টার্ন ডিজিটালের সঙ্গে চুক্তি করেছে স্যামসাং।
জোনড স্টোরেজ ও স্থিতিশীল ইকোসিস্টেম তৈরিতে ওয়েস্টার্ন ডিজিটালের সঙ্গে কাজ করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। স্যামমোবাইলের প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্যামসাং ও ওয়েস্টার্ন ডিজিটাল যে উদ্যোগ নিয়েছে, সেটি জোনড স্টোরেজ নামে পরিচিত। এ প্রকল্পের মাধ্যমে যেসব প্রযুক্তিতে জোনড নেম স্পেসেস (জিএনএস) এসএসডি ও সিঙ্গেলড ম্যাগনেটিক রেকর্ডিং (এসএমআর) হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে, সেগুলোর ব্যবহার নিশ্চিতে কাজ করা হবে।
ক্লাউড পরিষেবা ও এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে জোনড স্টোরেজ প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে দুটি প্রতিষ্ঠান সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে ব্যবহারকারীদের ডিভাইস একাধিক প্রতিষ্ঠানের পরিষেবা গ্রহণে সক্ষম হবে, যার পরিপ্রেক্ষিতে বিস্তৃত ইকোসিস্টেম গড়ে উঠবে।