কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে আইপিডিসি ফাইন্যান্সের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক লেনদেন শেয়ারদর বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

সাধারণত কোনো কোম্পানি ভালো লভ্যাংশ ঘোষণা করলে, প্রান্তিক প্রতিবেদনে ভালো মুনাফা দেখালে কিংবা কোম্পানি-সংশ্লিষ্ট এমন কোনো সিদ্ধান্ত নিলে, যাতে বিনিয়োগকারীরা লাভবান হবেনতখন সেই কোম্পানির শেয়ার কেনার প্রতি আগ্রহ দেখা যায়। তখন ওই শেয়ারের দর লেনদেন বাড়তে পারে।

কিন্তু সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক লেনদেন শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে এপ্রিল ডিএসইর দেয়া চিঠির জবাবে গতকাল আইপিডিসি ফাইন্যান্স জানিয়েছে, এর পেছনে কোম্পানিটির কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

গত ২৮ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪ টাকা, যা এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে বেড়ে ৪৫ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসাবে আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ টাকা ৪০ পয়সা বা ৩৩ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে গত ২৮ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে লাখ ২৪ হাজার ১৩৬টি। এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন হয় কোটি ৩০ লাখ হাজার ২৬৩টি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ১৭ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২২ মার্চ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন