অনুমোদিত মূলধন বাড়াবে ইস্টার্ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পরিচালনা পর্ষদ। ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন হাজার ২০০ কোটি টাকা। এটি বাড়িয়ে হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ। এজন্য ব্যাংকটির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে সংশোধনী আনতে হবে। নিয়ন্ত্রক সংস্থা শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর মূলধন বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ইবিএলের পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ১২ দশমিক ৫০ শতাংশ স্টক বা বোনাস। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ১৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩০ টাকা ৮৭ পয়সা।

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা অনুমোদনের জন্য আগামী ১৯ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ এপ্রিল।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা। ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৯৫ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ৪৬৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ১৮ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৭ দশমিক ৬১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩৩ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২১ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন