এনএলআই ফার্স্ট ফান্ডের রূপান্তর প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরের প্রস্তাবে  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০১২ সালের ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। মেয়াদি মিউচুয়াল ফান্ডের বিধি অনুযায়ী ১০ বছরের মেয়াদ শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারি। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পর ফান্ডটি অবসায়ন কিংবা বেমেয়াদিতে রূপান্তর করতে হয়। এজন্য গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় ইউনিটহোল্ডাররা প্রস্তাবে অনুমোদন দেয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন