পুঁজিবাজারে আসতে চায় বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। গতকাল কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে বৈঠক করেছে।

বৈঠকে বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের গ্রুপ সিইও কান তেরজিওগলু, ভিওনের সহপ্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমিরেটাস অগি কে ফাবেলা, বাংলালিংকের সিইও এরিক অস প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ঝেম ভেলিপাসাগলু উপস্থিত ছিলেন। সময় তারা দেশের পুঁজিবাজার পরিস্থিতি, বিনিয়োগের সুযোগ, ভিওনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং অন্যান্য বিষয় নিয়ে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন।

বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, বাংলালিংকের একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে বৈঠক করেছে। সময় তারা দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির আগ্রহ প্রকাশ করেছে। কমিশনের পক্ষ থেকে বিষয়ে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন