কারণ ছাড়াই বাড়ছে ভিএফএস থ্রেড ডায়িংয়ের শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ারদর লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

সাধারণত কোনো কোম্পানি ভালো লভ্যাংশ ঘোষণা করলে প্রান্তিক প্রতিবেদনে ভালো মুনাফা দেখালে কিংবা কোম্পানি-সংশ্লিষ্ট এমন কোনো সিদ্ধান্ত নিলে, যাতে বিনিয়োগকারীরা লাভবান হবেনতখন সেই কোম্পানির শেয়ার কেনার প্রতি আগ্রহ দেখা যায়। তখন ওই শেয়ারের দর লেনদেন বাড়তে থাকে। ভিএফএস থ্রেড ডায়িংয়ের শেয়ারদর লেনদেন বাড়ার পেছনে এমন কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত মার্চ ভিএফএস থ্রেড ডায়িং শেয়ারের সমাপনী দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা। এর পর থেকেই শেয়ারটির দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। সর্বশেষ গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২৭ টাকা। অন্যদিকে মার্চ কোম্পানিটির লাখ ৩৮ হাজার ৭৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল একদিনে কোম্পানিটির কোটি ৫৮ লাখ ৬৮ হাজার ৯১২টি শেয়ার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন