ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৬০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ারহোল্ডাররা। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২০-২১ হিসাব বছরের জন্য ১৬০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ১৪০ শতাংশ নগদ ২০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের ১৬০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করা হয়। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৮ জানুয়ারি।

সভায় ইস্টার্ন লুব্রিক্যান্টসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক খালিদ আহম্মেদ, মো. লাল হোসেন, স্বতন্ত্র পরিচালক অ্যাডভোকেট মুন্সী গোলাম মোস্তফা মো. কামরুল হাসান, শেয়ারহোল্ডার পরিচালক কাজী নাজিমুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রাশেদ কাউছার, কোম্পানি সচিব আলী আবছার, সিএফও মো. রেজাউল করিম সিদ্দিকী এতে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন