একীভূতকরণ স্কিম

অনুমোদন নিতে ইজিএম করবে আরএন স্পিনিং

নিজস্ব প্রতিবেদক

সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেডের একীভূতকরণ স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস। আগামী ২১ এপ্রিল সভা অনুষ্ঠিত হবে। -সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৩০ মার্চ।

সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস আরএন স্পিনিং ফার গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান। ২০১৮-১৯ অর্থবছর থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে সামিন ফুড। প্রতিষ্ঠানটির কারখানা গাজীপুর সদরের ভবানীপুরে। কারখানাটিতে ৭৯ হাজার ৮৪৮টি স্পিন্ডলের মাধ্যমে কটন, ভিসকস সিভিসি ইয়ার্ন স্পিনিং তৈরি করা হয়। বছরের শুরুর দিকে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেডের সঙ্গে একীভূতকরণের খসড়া স্কিমে অনুমোদন দেয় আরএন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন