পুঁজিবাজারে দরপতন চলছেই

তিনদিনে ১১৫ পয়েন্ট হারিয়েছে ডিএসইএক্স

নিজস্ব প্রতিবেদক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির সময় পার করছে দেশের পুঁজিবাজার। যুদ্ধের প্রভাবে জ্বলানি তেলের দাম ক্রমেই ঊর্ধ্বমুখী। পাশাপাশি দেশের বাজারে ভোজ্যতেলের দামও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব নিয়ে শঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা। কারণে তিন কার্যদিবস ধরেই টানা দরপতন হচ্ছে দেশের পুঁজিবাজারে। সময়ে ১১৫ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর মিনিট পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল। বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে এর পর থেকেই পয়েন্ট হারাতে থাকে সূচক। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সূচকের পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। গতকাল দিন শেষে ৫৮ পয়েন্ট কমে হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। আগের কার্যদিবসে যা ছিল হাজার ৬৯৭ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ারের।

ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২৪ পয়েন্ট কমে হাজার ৪৩৯ পয়েন্ট দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৪৬৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে প্রায় ১১ পয়েন্ট কমে হাজার ৪৩১ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৪৪২ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৬৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৬৪৪ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৭টির আর অপরিবর্তিত ছিল ৩৪টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ দখলে নিয়েছে ওষুধ রসায়ন খাত। ১১ দশমিক শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। চতুর্থ অবস্থানে থাকা চামড়া খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক শতাংশ। এছাড়া প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের দশমিক শতাংশ। গতকাল মিউচুয়াল ফান্ড, কাগজ মুদ্রণ, পাট, ভ্রমণ অবকাশ এবং চামড়া খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে দশমিক শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল জীবন বীমা খাত।

ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, বিএটিবিসি, বিএসসি, সোনালী পেপার, কেয়া কসমেটিক, রেনাটা লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ, ওরিয়ন ফার্মা কুইন সাউথ টেক্সটাইল মিলস।

এক্সচেঞ্জটিতে গতকাল দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি থাই ফুড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ফার কেমিক্যাল, তমিজ উদ্দিন টেক্সটাইল, হাওয়েল টেক্সটাইল, এসইএমএর লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল আইবিবিএর শরিয়াহ ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান।

অন্যদিকে গতকাল ডিএসইতে দরপতনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সুহূদ ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, বিএসসি, প্রাইম ইন্স্যুরেন্স, বিজিআইসি, কুইন সাউথ টেক্সটাইল মিলস, প্যাসিফিক ডেনিমস, আরামিট সিমেন্ট, ঢাকা ইন্স্যুরেন্স অগ্রণী ইন্স্যুরেন্স।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স গতকাল ৭৯ পয়েন্ট কমে ১১ হাজার ৬৬৮ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৭৪৬ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১২৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৯ হাজার ৫৭২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৫৮টির আর অপরিবর্তিত ছিল ৩১টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ১৭ কোটি ৮০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২০ কোটি ৯০ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন