স্পট মার্কেটে যাচ্ছে গ্রীন ডেল্টা ও সিঅ্যান্ডএ টেক্সটাইলস

নিজস্ব প্রতিবেদক

স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড। এর মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স আজ আগামীকাল স্পট মার্কেটে থাকবে। আর বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের লেনদেন মঙ্গলবার পর্যন্ত স্পট মার্কেটে হবে। পরে যথাক্রমে মঙ্গলবার বুধবার কোম্পানি দুটির লেনদেন বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের নগদ ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে বীমা খাতের গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ মার্চ এজিএম করবে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ৪৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল টাকা ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত) সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৬ দশমিক ৫৮ শতাংশ।

এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ২৪ দশমিক শতাংশ নগদ দশমিক শতাংশ স্টক লভ্যাংশ।

এদিকে নতুন ব্যবস্থাপনার অধীনে শেয়ার ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ। শেয়ার ইস্যুর বিষয়টি এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে। নতুন শেয়ার ইস্যু করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ৩০ মার্চ ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করা হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি ডিএসইকে দেয়া এক বার্তায় সাম্প্রতিক সময়ে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের সভায় নেয়া কোম্পানি সংশ্লিষ্ট বেশকিছু সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন