পেনিনসুলার আরো ২৫ লাখ শেয়ার কিনবে সায়মান বিচ রিসোর্ট

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের আরো ২৫ লাখ শেয়ার কিনবে সায়মান বিচ রিসোর্ট লিমিটেড। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কেনা হবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার কেনা সম্পন্ন করা হবে। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে ভ্রমণ অবকাশ খাতের কোম্পানিটি।

এর আগে ১৬ জানুয়ারি পেনিনসুলা চিটাগংয়ের ২৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দেয় সায়মান বিচ রিসোর্ট। পরবর্তী সময়ে গত ২১ ফেব্রুয়ারি ডিএসইর মাধ্যমে শেয়ার কেনা সম্পন্ন করার কথা জানায় প্রতিষ্ঠানটি। কক্সবাজারে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব-উর-রহমান। তিনি পেনিনসুলা চিটাগংয়ের চেয়ারম্যান।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া পেনিনসুলা চিটাগংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০। এর মধ্যে ৪৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৬০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৭ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে বাকি ৩৯ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন