পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে

নিজস্ব প্রতিবেদক

টানা চার কার্যদিবস ধরে সাত হাজারের নিচে রয়েছে সূচক। লেনদেন আরো কমে দ্বিতীয় দিনের মতো হাজার কোটি টাকার নিচে রয়েছে। বাজার-বিশ্লেষকরা বলছেন, বর্তমান নিম্নমুখী বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সাইডলাইনে রয়েছেন। ফলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় লেনদেনে বড় পতন হয়েছে। তবে লেনদেন কমলেও গতকাল ডিএসইর সব সূচকেই পয়েন্ট যোগ হয়েছে। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বাড়লেও কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল প্রায় ৮৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল প্রায় ৯০৯ কোটি টাকার। এর আগে ডিএসইতে সর্বশেষ হাজার কোটি টাকার নিচে লেনদেন ছিল গত জানুয়ারি। ওই দিন এক্সচেঞ্জটিতে ৮৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

গতকাল ডিএসইর সব সূচকই বেড়েছে। এর মধ্যে সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল ৩০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দিন শেষে হাজার ৯৪৮ পয়েন্ট দাঁড়িয়েছে। আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার ৯১৮ পয়েন্টে।

অন্য সূচকের মধ্যে ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ১৪ পয়েন্ট বেড়ে হাজার ৫৫০ পয়েন্ট দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৫৩৬ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ৩২ পয়েন্ট বেড়ে হাজার ৪৯৮ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৪৯৫ পয়েন্টে। ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত ছিল ৫৯টি সিকিউরিটিজের বাজারদর।

সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স প্রায় ৪৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ২০ হাজার ২৩১ পয়েন্টে। গতকাল সিএসইতে মোট ২৪ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৪ কোটি ৪২ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন