লেনদেন নেমেছে হাজার কোটি টাকার নিচে

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন পর হাজার কোটি টাকার নিচে নেমে গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। গতকাল একদিনেই এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ২০ শতাংশের বেশি। লেনদেনের পাশাপাশি এক্সচেঞ্জটির সব সূচকই কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বাড়লেও কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল প্রায় ৯০৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল প্রায় হাজার ১৪১ কোটি টাকার। এর আগে ডিএসইতে সর্বশেষ হাজার কোটি টাকার নিচে লেনদেন ছিল গত জানুয়ারি। ওই দিন এক্সচেঞ্জটিতে ৮৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল টানা তৃতীয় কার্যদিবসের মতো হাজারের নিচে রয়েছে। গতকাল লেনদেন শুরুর পর থেকেই সূচকটিতে পয়েন্ট যোগ হতে থাকে। কিন্তু শুরুর সেই উত্থান ধরে রাখতে পারেনি। একপর্যায়ে বড় পতন হয়, ৩০ পয়েন্ট হারায় সূচকটি। দিনশেষে সূচকটি প্রায় পয়েন্ট কমে হাজার ৯১৮ পয়েন্টে দাঁড়ায়। আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার ৯২৬ পয়েন্টে।

অন্য সূচকের মধ্যে ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল পয়েন্ট কমে হাজার ৫৩৬ পয়েন্ট দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৫৪৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ৫৪ পয়েন্ট কমে হাজার ৪৯৫ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৪৯৯ পয়েন্টে।

ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত ছিল ৪৯টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১১ দশমিক শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ১১ দশমিক শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক শতাংশ। এছাড়া পরের অবস্থানে থাকা খাদ্য আনুষঙ্গিক খাতের দখলে ছিল মোট লেনদেনের দশমিক শতাংশ। গতকাল আইটি খাতে সবচেয়ে বেশি দশমিক শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে শতাংশ নেতিবাচক রিটার্ন নিয়ে শীর্ষে ছিল পাট খাত।

ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। গতকাল কোম্পানিটির ৬৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো যথাক্রমে ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আমরাটেক, সাইফ পওয়ারটেক, কাট্টলী টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস মুন্নু সিরামিক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন