তিন কোম্পানি ও এক ফান্ডের লেনদেন বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক

রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি এক মিউচুয়াল ফান্ডের লেনদেন আজ বন্ধ থাকবে। কোম্পানি তিনটি হলো লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। আর তালিকাভুক্ত ফান্ডটি হলো প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

কুইন সাউথ টেক্সটাইল: তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ দিয়ে মূলধন বাড়াবে কোম্পানিটি। এজন্য সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে অনুমোদন পেয়েছে কোম্পানিটি। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ। এজন্য কোম্পানিটির শেয়ার লেনদেন আজ বন্ধ থাকবে।

লাফার্জহোলসিম: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২১ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট আজ। এজন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

মিথুন নিটিং: সর্বশেষ সমাপ্ত তিন হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটি। হিসাব বছরগুলো হলো ৩০ জুন সমাপ্ত ২০১৯, ২০২০ ২০২১। এসব হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ ফেব্রুয়ারি এজিএম আহ্বান করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট আজ। এজন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: তালিকাভুক্ত ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ। এজন্য আজ পুঁজিবাজারে ফান্ডটির ইউনিট লেনদেন বন্ধ থাকবে।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে মিউচুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে টাকা ৪০ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ৩৮ পয়সা। বাজারদরের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৫ টাকা ১৭ পয়সায়।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন