চার কার্যদিবস পর পয়েন্ট হারিয়েছে ডিএসইএক্স

নিজস্ব প্রতিবেদক

টানা চার কার্যদিবস উত্থানের পর গতকাল পয়েন্ট হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। এদিন দশমিক ৪১ শতাংশ কমেছে সূচকটি। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক কমলেও দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ঊর্ধ্বমুখী ছিল সূচক। এর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। শেষ পর্যন্ত দিনশেষে প্রায় ২৯ পয়েন্ট কমে হাজার ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে সূচকটি। আগের কার্যদিবসে যা ছিল হাজার ৯০ পয়েন্টে।

ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল প্রায় পয়েন্ট কমে হাজার ৫৯৭ পয়েন্ট দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৬০৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে পয়েন্ট কমে হাজার ৫২০ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৫২৩ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ২৪১ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল হাজার ২৭৫ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৭২টির আর অপরিবর্তিত ছিল ৪৪টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। দশমিক শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের দশমিক শতাংশ। বস্ত্র খাতের দখলে ছিল মোট লেনদেনের দশমিক শতাংশ। গতকাল চামড়া খাতে সবচেয়ে বেশি দশমিক শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে দশমিক শতাংশ নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল সিরামিক খাত।

ডিএসইতে গতকাল লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি, জেনেক্স ইনফোসিস, ইউনিয়ন ব্যাংক, কাট্টলী টেক্সটাইল কুইন সাউথ টেক্সটাইল মিলস।

ডিএসইতে গতকাল সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধিতে শীর্ষে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, আরডি ফুড, রহিমা ফুড, ন্যাশনাল ব্যাংক, সালভো কেমিক্যাল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস কাট্টলী টেক্সটাইল।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইমাম বাটন, ফারইস্ট ইসলামী লাইফ, ইয়াকিন পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, বিডি থাই ফুড, শমরিতা হাসপাতাল, জুট স্পিনার্স গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।

সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ৪১ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩২ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৪৭৪ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৭১ পয়েন্ট কমে ২০ হাজার ৭০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন